সীতাকুণ্ড প্রতিনিধি
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাশঁবাড়িয়া সমুদ্র সৈকতে গোসল করতে নেমে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন।
নিখোঁজ দুই শিক্ষার্থী হলেন— কুমিল্লা জেলার আলী হাসান মারুফ (২৩) ও ভৈরব জেলার এনায়েত চৌধুরী (২২)।
নিখোঁজ দুই শিক্ষার্থীর সহপাঠি একরাম হোসেন জানান, তারা তিনজন উপজেলার গুল আহমদ জুট মিল এলাকার একটি বাসায় ব্যাচেলর হিসেবে ভাড়ায় থাকেন। সন্ধ্যার দিকে তিন বন্ধু বাশঁবাড়িয়া সমুদ্র সৈকতে বেড়াতে আসে। তিনজন একসাথে সাগরে নামেন। হঠাৎ একটি তীব্র স্রোত আসলে তিনি কোনরকমে তীরে উঠে আসলেও বাকি দুজন স্রোতের টানে ভেসে যায়।
কুমিরা ফায়ার সার্ভিসের একটি টিম নিখোঁজ দুই শিক্ষার্থীকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন কুমিরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ফিরোজ ভূইঁয়া।