সুরাইয়া বাঁকের সভানেত্রী সোয়ায়েব সাধারণ সম্পাদক
সীতাকুণ্ড বার্তা প্রতিনিধি
উত্তর চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ‘সীতাকুণ্ড সাংস্কৃতিক পরিষদ’র কমিটি পুননির্বাচিত হয়েছে। এতে পুনরায় সভানেত্রী নির্বাচিত হয়েছেন সীতাকুণ্ড উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদিকা সুরাইয়া বাঁকের এবং প্রথমবারের মতো সাধারণ সম্পাদক হয়েছেন সোয়ায়েব মোহাম্মদ।
সুরাইয়া বাঁকের সংগঠনের নেতৃত্ব নেয়ায় অভিনন্দন জানিয়েছে উপজেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। তারা বলেন, সীতাকুণ্ড সাংস্কৃতিক পরিষদ এই অঞ্চলে সাংস্কৃতিক কর্মকাণ্ডকে বিকশিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নতুন নেতৃত্ব চমৎকার সাংস্কৃতিক মনা। সুতরাং আগামিতেও নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের নেতৃত্বে এই সংগঠন উপজেলার সাংস্কৃতিক কর্মকাণ্ডকে সমৃদ্ধ করতে পারবেন বলে আমাদের প্রত্যাশা।