সীতাকুণ্ডে সরকারি স্কুল দখলের ঘটনায় মানববন্ধন

বার্তাঃ চট্রগ্রাম,সীতাকুণ্ডে চলমান লকডাউনের ছুটিতে বিদ্যালয় দখল ও চেয়ার টেবিল চুরির ঘটনায় গত একমাসেও উদ্ধার ও কেউ আটক না হওয়ায় মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

আজ শনিবার(২৯মে) ২১ইং সকাল ১১টায় দত্তবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বর সংলগ্ন কলেজ রোডে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

স্কুল গেইট উম্মুক্ত চাই, লেখা পড়া করতে চাই, বিদ্যালয়ের টেবিল চেয়ার ফিরিয়ে দাও ফিরিয়ে দাও, ক্লাস রুমের তালা খুলে দাও খুলে দাও, শিক্ষার পরিবেশ ফিরিয়ে দাও ক্লাস রুমে বসতে দাও লেখা প্লে কার্ড হাতে শিক্ষার্থীরা মানববন্ধন করে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top