সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় কুতুপালং উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নিহত

সীতাকুণ্ডের বাবড়কুণ্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় শংকর চন্দ্র বড়ুয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। আজ সোমবার (১৫ মার্চ) দুপুর ৩টা ৩০মিনিটের সময় এই ঘটনা ঘটে।

চমেক হাসপাতাল সূত্রে জানা যায়, চট্টগ্রামের সীতাকুণ্ডের বাবড়কুণ্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পারা পারের সময় একটি পিকআট শংকর চন্দ্র বড়ুয়া কে ধাক্কা দিলে শংকর গুরুতর আহত হয়। এসময় স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় শংকর চন্দ্র বড়ুয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। আজ দুপুর ৩টা ৩০মিনিটের সময় এই ঘটনা ঘটে। নিহত শংকর চন্দ্র বড়ুয়া কক্সবাজার জেলার উকিয়া থানার কুতুপালং উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষা বলে জানা যায়। নিহত শংকর চন্দ্র বড়ুয়া চট্টগ্রামের মীরসরাই উপজেলার হাইদ কান্দি এলাকার মৃত সুকুমার চন্দ্র বড়ুয়ার পুত্র বলে জানা যায়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ পাঁড়ির এ এস আই আলাউদ্দিন তালকুদার বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পারপারের সময় এক ব্যক্তিকে একটি পিকআপ ধাক্কা দিয়ে ফেলে দিলে সে গুরুতর আহত হয়। হাসপাতালে আনার পর সে মারা যায়। উল্লেখ্য যে, গত ১৩তারিখ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটায় দুই যন্ত্রসংগিতশিল্পি নিহত হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top