সীতাকুণ্ডে শীতলপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৬০টি ঘরসহ ৬টি দোকান

নিউজ ডেস্কঃ
সীতাকুণ্ডে শীতলপুস্থ বগুলা বাজার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আজ বুধবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ আগুন লাগার ঘটনা ঘটে। আগুনে ৬০ টি ভাড়াঘর, একটি রাইসমিল, ফার্নিচারের দোকান, চায়ের দোকানসহ ৬ টি দোকান সম্পুর্ন পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে কুমিরা ও নৌবাহিনীর ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে কাজ করে।

জানা যায়, স্থানীয় জালাল মেম্বারের মালিকানাধীন ভাড়া ঘর ও দোকানে আগুন লাগে। এসময় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। আগুনে প্রায় অর্ধকোটি টাকা ক্ষয়ক্ষতি হয় বলে জানান জালাল মেম্বার।

স্থানীয়রা জানান, কুমিরা ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে আসতে দেরি করায় আগুনে ক্ষয়ক্ষতি বেশি হয়েছে। রাইস মিলের মালিক মোঃ আলমগীর বলেন, আগুনে সবচে বেশী ক্ষয়ক্ষতি হয়েছে আমার। আমার দোকানে বিভিন্ন ব্যবসায়ীর হলুদ, মরিচ, মসল্লা, চাউল, ডাইলসহ বিভিন্ন মালামাল আগুনে পুড়ে গেছে। আমার প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি হয়। এদিকে আগুন লাগার বিষয়ে জানতে চাইলে কুমিরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোলতান মাহমুদ কোন প্রকার বক্তব্য দিতে রাজি হননি।
সূত্রঃ২৪ ঘণ্টা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top