- সীতাকুণ্ডে শীমের ব্যাপক উৎপাদন
মো. জয়নাল আবেদীন, সীতাকুণ্ড প্রতিনিধি
চট্রগ্রামের সীতাকুণ্ড উপজেলা শিমের জন্য বিখ্যাত। এই অঞ্চলের কৃষকরা প্রচুর পরিমাণে শিম উৎপাদন করেন। শীতকালীন এই সময়ে সীতাকুণ্ডে একরের পর একর জমিতে শুধু শিমের চাষ লক্ষ্য করা যায়। সীতাকুণ্ডের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে ওয়ার্ডে শিমের উৎপাদন দেশের উল্লেখযোগ্য উদাহরণ।
অতীতের মতো এই শীতেও হয়েছে শিমের বাম্পার ফলন। সীতাকুণ্ডের এই শিম পরিবহনের মাধ্যমে সারাদেশে ছড়িয়ে পড়ে বিভিন্ন স্থানীয় বাজারে। শুধু নিজ দেশে নয়, দেশের বাইরেও সীতাকুণ্ডের শিম রপ্তানী করা হয়। অধিকাংশ মানুষ একারণে সীতাকুণ্ডকে শিমের রাজধানী বলে থাকেন।
সীতাকুণ্ডের শিম অর্থনীতিতে বিরাট ভূমিকা পালন করে আসছে দীর্ঘদিন ধরে। শিম চাষ করে এই অঞ্চলের বেকার যুবকেরাও স্বাবলম্বী। শীতকালে এই শিম উৎপাদন করে বাজারজাত করা হয়।
কৃষকেরা জানান, সীতাকুণ্ডের কৃষকেরা সরকারি সুবিধা পেলে আগামিতে কৃষিতে আরো সাফল্যে আনতে সক্ষম হবে।