সীতাকুণ্ডে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শিবচতুর্দশী ও দোল মেলা অনুষ্ঠানে সহায়তা হিসাবে জেলা পরিষদ মেলা কমিটির অনুকূলে ৭৫ হাজার টাকা অনুদান হিসাবে প্রদান করেছে। গতকাল সোমবার উপজেলা নির্বাহী অফিসার ও মেলা কমিটির সভাপতি মো. শাহাদাত হোসেনের কাছে অনুদানের চেক হস্তান্তর করেন জেলা পরিষদ সদস্য আ ম ম দিলসাদ। চেক গ্রহণ করে মেলা কমিটির সভাপতি ও ইউএনও মো শাহাদাত হোসেন জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম ও সদস্য আ ম ম দিলসাদকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। জেলা পরিষদের সদস্য আ ম ম দিলসাদ বলেন, বাংলাদেশ সব ধর্মের সমপ্রীতির দেশ। সরকারের অসামপ্রদায়িক চেতনা বাস্তবায়নের অংশ হিসাবে জেলা পরিষদ সকল ধর্মাবলম্বীদের সমান সুযোগ দিয়ে থাকে। এ ধারা অব্যাহত রাখতে জেলা পরিষদ সীতাকুণ্ডের উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখে আসছে।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জয়নব বিবি জলি, বাবুল শর্মা, দুলাল দে, পিন্টু ভট্টাচার্য, অলক ভট্টাচার্য প্রমুখ।