প্রকাশিত: ৯-৩-২০২৪
সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ঐতিহাসিক শিবচতুর্দশী মেলা উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ড চন্দ্রনাথধাম দর্শনের সময় এক পূণ্যার্থীর মৃত্যু হয়েছে।
শনিবার(৯ মার্চ) সকাল ১১:৩০ সময় সীতাকুণ্ড ইকো পার্ক দিয়ে চন্দ্রনাথ যাওয়ার সময় দিলিপ কুমার নাথ(৬০) নামের ব্যাক্তি হার্টএ্যাটাক করে মারা যান। নিহতের দিলিপের বাড়ি বরিশাল । অপরদিকে ইকো পার্ক থেকে দিক দেবনাথ(১২) বছরের এক শিশু হারিয়ে গেলে তাকে সংকরমঠ থেকে উদ্ধার করা হয়। তাঁর বাড়ি কুমিল্লা জেলার লাকসাম উপজেলার সামুচা এলাকায়।
বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড উপজেলা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নূরুল আলম দুলাল বলেন, খবর পেয়ে আমাদের ফায়ার সার্ভিসের দল ইকো পার্ক থেকে নিহতের লাস উদ্ধার করি। হারিয়ে যাওয়া শিশুকে সংকরমঠ থেকে উদ্ধার করা হয়।