সীতাকুণ্ডে শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিভিন্ন সংগঠনের ফুলেল শুদ্ধাঞ্জলি ।
সীতাকুণ্ড বার্তা প্রতিনিধি
উত্তর চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন সংগঠনের ফুলেল শুদ্ধান্জ্ঞলী। সকাল ছয়টা থেকে , উপজেলা প্রশাসন, ৪ নং সাংসদ এমপি দিদারুল আলম, উপজেলা চেয়ারম্যান, মুক্তিযুদ্ধ মঞ্চ সীতাকুণ্ড উপজেলা শাখা , সামাজিক সংগঠন সীতাকুণ্ড যুব উন্নয়ন ফাউন্ডেশন , শেখ নগর সমাজ উন্নয়ন সংস্থা , মানবতা ফাউন্ডেশন,বর্ণালী ক্লাব সহ বিভিন্ন সংগঠনের গভীর শ্রদ্ধা নিবেদন ও শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন। একুশ আমার অহংকার , একুশ আমার স্বাধীনতা। বাংলা ভাষায় স্বাধীনভাবে কথা বলার জন্য শহীদের আত্মত্যাগ অবিস্মরণীয় হয়ে থাকবে আজীবন। উর্দু কে রাষ্ট্র ভাষা করার যে ষড়যন্ত্র করেছিলো পাকিস্তানী হায়েনারা, সে প্রাণের ভাষাকে নিজের আত্মত্যাগের মাধ্যমে ভাষা শহীদরা ইতিহাস সৃষ্টি করেছেন সারাবিশ্বে।তাই ভাষাকে সমৃদ্ধ করতে সকলের প্রচেষ্টা চালিয়ে যেতে হবে । রফিক, সালাম,বরকত, জব্বার এই ভাষা শহীদদের স্মরণে দলীয় ব্যক্তিবর্গরা ছুটে আসেন শহীদ মিনার প্রাঙ্গণে।ভাষা বিশেষজ্ঞরা বলেছেন, মাতৃভাষাকে বলি দিয়ে অন্য ভাষা শিখার প্রয়োজন নেই ।আগে মাতৃভাষা পরে অন্য ভাষা শিখতে হবে । ভাষা সচেতন মহল বলেন, মাতৃভাষা যথাযথ সম্মান ও বাংলাভাষীদের এই বিষয়ে খেয়াল রাখতে হবে ।তারা বলেন , একমাত্র বাঙালি জাতিই ভাষার জন্য প্রাণ দিয়েছেন , বিশ্বে আর কোন দেশ নেই যে তারা ভাষার জন্য প্রাণ দিয়েছেন।তাই বাংলাদেশের সংস্কৃতির প্রাচীন ঐতিহ্য ধরে রাখতে ভাষার বৈচিত্র্য ধরে রাখতে সকলের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।