সীতাকুণ্ডে মানবিক সংগঠন আলো’র ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালন

সীতাকুণ্ডে মানবিক উন্নয়ন সংগঠন আলো’র ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। গতকাল বিকাল ৪ ঘটিকায় সীতাকুণ্ড পৌরসভা মিলনায়তনে আলো’র ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে হত দরিদ্র, সুবিধা বঞ্চিত, প্রতিবন্ধী এবং শিক্ষার্থীদের মাঝে খাদ্য ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এ উপলক্ষে পৌরসভা হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সাপ্তাহিক বহমান বাংলার সম্পাদক সংগঠনের সদস্য কবি মোঃ আতাউল হাকিম আরিফ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ গোলাম সাদেক এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মোঃ বদিউল আলম। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মোঃ হারুন উর রশীদ। সভায় আরো বক্তব্য রাখেন অভিনেতা (চলচ্চিত্র ও নাটক) মোঃ সাজ্জাদ হোসেন ভূঁইয়া, সংগঠনের সদস্য প্রধান শিক্ষক সালাহ উদ্দিন হাসান, সহ- সভাপতি ইব্রাহিম বাবুল, সুরাঙ্গন খেলাঘরের

সাধারণ সম্পাদক মুন্নী সেন, বারামখানার সাধারণ সম্পাদক সংগীত শিল্পী দীপংকর চক্রবর্তী দীপ্ত, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, মহিলা সম্পাদিকা- আনসারা বেগম, সংগঠনের সদস্য জাহেদুল ইসলাম, জাহাঙ্গীর আলম, স্বপ্না রানী দাশ, কনিকা চক্রবর্তী ও সহকারী শিক্ষক ফরহাদ আহমেদ প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে সীতাকুণ্ড পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা মোঃ বদিউল আলম বলেন, সীতাকুণ্ডে মানবিক উন্নয়ন সংগঠন আলো বরাবরই ব্যতিক্রম। সংগঠনটি পিছিয়ে থাকা জনগোস্টী তথা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের কল্যাণে অগ্রাধিকার ভিত্তিতে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে। আমি মানবিক উন্নয়ন সংগঠন আলো’র বৃহত্তর উন্নতি ও সফলতা কামনা করছি। অনুষ্ঠান শেষে হত-দরিদ্র ও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে ২০ কেজি করে খাদ্য সামগ্রী এবং প্রতিবন্ধী ও মেধাবী শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *