সীতাকুন্ডে ভুয়া পুলিশ জনতার হাতে আটক
বিশেষ প্রতিনিধি
উত্তর চট্রগ্রামে সীতাকুণ্ড উপজেলার বড় কুমিরা ডালচাল মিয়ার মাজার রহমতপুর এলাকায় ভুয়া পুলিশ আটক করেন স্থানীয় এলাকাবাসী।
৩১ মার্চ মঙ্গলবার সীতাকুণ্ড উপজেলার বড়
কুমিরা ডালচাল মিয়ার মাজারের রহমতপুর
এলাকায় ভুয়া পুলিশ সন্দেহে তিনজনকে গনধোলায় দিয়েছে স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা যায়, তারা তিনজন একটি কার নিয়ে এসে যেসব দোকান খোলা পাই সব দোকানের ক্যাশ বাক্স থেকে সব টাকা হাতিয়ে নিচ্ছে।তারা পথচারীদের পকেট থেকেও জোর করে টাকা নিয়ে নিয়েছেন।
এসময় জনতা তাদের পরিচয়পত্র দেখতে চাইলে তারা তাদের উপযুক্ত কোন পরিচয় দিতে না পারায়।উৎসুক জনতা তাদের গন ধোলায় দিয়ে স্থানীয় মেম্বারের হাতে তুলে দেয়।
তবে কেউ কেউ বলছে তাদের মধ্যে একজন সত্যিকারের পুলিশ রয়েছে বাকীরা পুলিশের দালাল।