সীতাকুণ্ড বার্তা
২৭ ফেব্রুয়ারি ২০২১ শনিবার সকালে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও কেন্দ্রীয় আওয়ামী লীগ এর দপ্তর সম্পাদক সীতাকুণ্ড পান্থশালা ধর্মাঙ্কুর বৌদ্ধ বিহারে নবনির্মিত বৌদ্ধ চৈত্যে- বুদ্ধ প্রতিবিম্ব প্রতিস্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সহ সভাপতি সদ্ধর্মবারিধি ভদন্ত প্রিয়ানন্দ মহাথের সভাপতিত্বে অনুষ্ঠানের আহবায়ক সৌমেন চৌধুরী ও প্রধান সমন্বয়কারী কাউন্সিলর শফিউল আলম চৌধুরী মুরাদের পরিচালনায় সমূদ্র টিটুর সঞ্চালনায় প্রধান জ্ঞাতি হিসেবে উপস্থিত ছিলেন সংঘরাজ ভিক্ষু মহামণ্ডলের সভাপতি কর্মদূত ভদন্ত জিনালংকার মহাথের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ৪ আসনের সাংসদ আলহাজ্ব দিদারুল আলম, সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি আবদুল্লাহ আল বাকের ভুঁইয়া,সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম আল মামুন,পৌর মেয়র আলহাজ্ব বদিউল আলম,প্রধান ধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন এর সাধারন সম্পাদক ভিক্ষু সুনন্দ প্রিয়,নিজামপুর সংঘরাজ ভিক্ষু সমিতির সাধারন সম্পাদক ভদন্ত শাসনবংশ মহাথের, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আ ম ম দিলসাদ,কাউন্সিলর ও ২ নং প্যানেল মেয়র বদিউল আলম জসিম সহ আরও উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলার সকল ইউপি চেয়ারম্যানবৃন্দ ও আওয়ামীলীগ এর নেতৃবৃন্দ।