সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা নায়েক সফি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সীতাকুণ্ড বার্তা প্রতিনিধি

সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা নায়েক সফি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা নায়েক সফি কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৪ শুরু হয়েছে। রোববার (৪ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় নামার বাজারের পশ্চিম মহাদেবপুর খলিল স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক ও ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফজলে এলাহী পায়েলের সভাপতিত্বে এবং কমিটির সদস্য সাইদুল ইসলাম আরাফাতের পরিচালনায় সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা নায়েক (অব.) সফিউল আলম ফুটবল ও প্রধান অতিথি বর্তমান পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. বদিউল আলম টুর্নামেন্টের উদ্বোধন করে।

বিশেষ অতিথি ছিলেন পৌর কাউন্সিলর যথাক্রমে ১ নম্বর ওয়ার্ড আনোয়ার হোসেন ভুইয়া, ৩ নম্বর শামছুল আলম আজাদ, ৫ নম্বর ওয়ার্ড শফিউল আলম চৌধুরী মুরাদ, ৬ নম্বর ওয়ার্ড দিদারুল আলম এপোলো, ৯ নম্বর ওয়ার্ড শাহ কামাল চৌধুরী, ছাত্রলীগ নেতা জাবের আল মাহমুদ, জামসেদ খান ও মেহেদী হাসান সিফাত। আজকের খেলায় ৯ নম্বর ওয়ার্ড শিবপুর ৩ নম্বর ওয়ার্ড সোবাহানবাগকে ৪ গোলে পরাজিত করে বিজয়া হন। শতরঙ ম্যাচ সেরা নির্বাচিত হন ৯ নম্বর ওয়ার্ডের আজম।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top