সীতাকুণ্ডে বিদ্যুৎ স্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

সীতাকুণ্ডে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে খোরশেদ আলম (৬৫) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

৪ জুন শুক্রবার দুপুরে উপজেলার ভাটিয়ারীর মিতালি আবাসিক এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত খোরশেদ আলম ভোলার বোরহান উদ্দিন থানার আশান্নগর এলাকার কালু মিয়া হাওলাদারের ছেলে। তবে তিনি সীতাকুণ্ডের কলেজপাড়ায় বসবাস করতেন বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দীন তালুকদার বলেন, ভবনে কাজ করার সময় খোরশেদ আলম বিদ্যুস্পৃষ্ট হলে সাড়ে ৩টার দিকে স্বজনরা তাকে হাসপাতালে নিয়ে আসে। পরে তার মৃত্যু হয়।

সূত্রঃ ফারহান

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top