মোঃ জয়নাল আবেদীন,সীতাকুণ্ড:চট্টগ্রামের সীতাকুণ্ডে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু ঘটে।বন্য শূকর তাড়ানোর জন্য ব্যবহৃত তারের দ্বারা মোঃ নুর উদ্দিন (৪৫) মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
১৪ অক্টোবর(২০২০) বুধবার রাত আড়াইটার দিকে সীতাকুণ্ড পৌরসভার ২ নং ওয়ার্ডে এই দুর্ঘটনা ঘটে বলে জানা যায়।নিহত নুর উদ্দিনের পিতার নাম মৃত নুর ইসলাম।
জানা যায়,২নং ওয়ার্ডের মামুন কমিশনারের বাগানের পাশে সবজি বাগানে বন্য শূকর তাড়ানোর জন্য ব্যবহৃত বৈদ্যুতিক তারের দ্বারা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নুর উদ্দিন আহত হন। আহতবস্থায় নুর উদ্দিনকে উদ্ধার করে স্থানীয় লোকজন সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়।