মোঃ জয়নাল আবেদীন আবেদীন ঃ সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের নব নির্বাচিত কমিটিকে স্বাগত জানিয়ে সীতাকুণ্ড পৌরসভা ছাত্রলীগের বর্ণাঢ্য র্যালী বের হয়েছে।
অাজ (২১ নভেম্বর) শনিবার বিকাল চারটায় সীতাকুণ্ড উত্তর বাজার ভুইয়া টাওয়ার সংলগ্ন স্থান থেকে উপজেলা ছাত্রলীগের র্যালী বের হয়। নব গঠিত কমিটিকে স্বাগত জানিয়ে এ সময় স্লোগানে মুখরিত হয়ে ওঠে সীতাকুণ্ড পৌর সদর এলাকা। বর্ণাঢ্য র্যালীর পদযাত্রার মাধ্যমে উপজেলা পরিষদের শহীদ মিনার প্রাঙ্গণে বিকাল ৫ টায় স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ। বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক বক্তব্য শেষে উপজেলা ছাত্রলীগের সভাপতি সমাপনী বক্তব্য রাখেন।এ সময় উপজেলার ইউনিয়ন এবং ওয়ার্ড ছাত্রলীগের পক্ষ থেকে নব নির্বাচিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় নব নির্বাচিত কমিটির সভাপতি শিহাব উদ্দিন বলেন, সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগ এক ও ঐক্যবদ্ধ।সীতাকুণ্ডের একঝাঁক তরুণ মেধাবী ছাত্রনেতা নিয়ে সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন করেছেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কমিটি গঠন করার পর কিছু ষড়যন্ত্রকারী, দুষ্কৃতকারী, জামায়াত শিবিরের এজেন্ট উপজেলা ছাত্রলীগের বিরুদ্ধে মিথ্যা অপ প্রচার চালিয়ে যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হলে তথ্যপ্রযুক্তি আইনে সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে আইনি ব্যবস্থা নিতে আমরা বাধ্য হবো।