প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মবার্ষিকী উপলক্ষ্যে সারা দেশের ১ হাজার নারী উদ্যোক্তাকে ৫ কোটি টাকার অনুদান দেয়া হয়েছে। বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে নির্বাচিত প্রত্যেক নারী উদ্যোক্তাদের ৫০ হাজার টাকা করে অনুদান দেয়া হয়।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীতে আয়োজিত হয় স্মার্ট নারী উদ্যোক্তা অনুদান প্রদান অনুষ্ঠান।
অনুষ্ঠানে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
জানা যায়, ১ হাজার নারী উদ্যোক্তার মধ্যে সীতাকুণ্ডেরও আছেন ১২ জন। তারা হলেন- রুমা আকতার, সাদিয়া তাসফিহা, চৈতি দে, নিলুফা ইয়াসমিন, সাবরিনা জেনিফা, রুজিনা আকতার, রুমা আকতার, শাহিনা আকতার, মৌসুমি শান্তা, শারমিন সুলতানা, প্রীতি ইলাহি, রহিমা আকতার। তাদের সকলেই ৫০ হাজার টাকা করে অনুদান পেয়েছেন।
অনুদান প্রাপ্তরা বলেন, এটা বিশাল পাওয়া। এমন অনুদান নিসন্দেহে নিজেদের ও আরো যারা বিভিন্ন প্ল্যাটফর্ম কাজ করছেন তাদের অনুপ্রেরণা- উৎসাহ বাড়াবে। নতুনদেরও অনলাইনে কাজ করার করার আগ্রহ বাড়াবে।