সীতাকুণ্ডে প্রতারণা মামলায় জামিন নিতে গিয়ে জেলে ২ ভাই মিহির কান্তি সেন (৬২) ও তুষার কান্তি সেন (৫৯)
চট্টগ্রামের সীতাকুণ্ডে জামিন নিতে গেলে নামঞ্জুর করে দুই ভাইকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। গত বুধবার তাদের জামিন নামঞ্জুর করা হয়। জানা গেছে, চট্টগ্রামের সীতাকুণ্ডের আজাদ রহমানের দায়ের করা একটি জমি সংক্রান্ত প্রতারণা মামলার আসামি কুমিরা উত্তর মসজিদ্দার বাসিন্দা মৃত চিত্তরঞ্জন সেনের দুই ছেলে মিহির কান্তি সেন (৬২) ও তুষার কান্তি সেন (৫৯), বুধবার চট্টগ্রাম আদালতে জামিন নিতে যান। আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিহান সানজিদা তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেন বাদীপক্ষের আইনজীবী জাহিদ আল ফয়সাল চৌধুরী। তিনি আরও বলেন, তারা দুই ভাই জায়গা বায়না করে জায়গা রেজিস্ট্রি না দেয়াই আদালত দুই ভাইকে জেলহাজতে প্রেরণ করেন। আসামিদের বিরুদ্ধে এমন জায়গা জমি নিয়ে প্রতারণার আরও অনেক রেকর্ড রয়েছে বলে জানান তিনি।