সীতাকুণ্ডে পুলিশ ভ্যান- ট্রেনের সংঘর্ষ নিহত ৩ পুলিশ সদস্য

  

চট্রগ্রামের সীতাকুণ্ডে ট্রেনের ধাক্কায় ৩ পুলিশ সদস্য নিহত আহত ৩ জন। জানা যায়, রবিবার(২৭ আগস্ট) বেলা ১২ টায় সময়  উপজেলার সলিমপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে  ফকিরহাট এলাকায় রেল লাই ক্রসিংয়ের সময় পুলিশের একটি ভ্যান কে ধাক্কা দেন ঢাকামুখি  সোনার বাংলা এক্সেপ্রেস  ট্রেন। এসময় ঘটনাস্থলে ১ পুলিশ সদস্য মারা যান। আহত ৪ জনকে চট্রগ্রাম মেডিকেল হাসপালে ভর্তি পর মারা যান আরো ২ জন।  এখনো পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে, তবে বাকি ২ জনের  অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ।

তিনি বলেন, ট্রেনের সঙ্গে পুলিশ ভ্যানের সংঘর্ষ হয়। একজন মুহূর্তেই নিহত হন, আহত ২ জনকে চট্টগ্রাম মেডিকেল নিয়ে যাওয়ার পর মৃত্যু হয়। মোট ৩ পুলিশ নিহত হয়েছে। দুই পুলিশ সদস্য ও মেম্বারকে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করার পর চিকিৎসা চলছে। নিহতদের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশের ওই পিকআপ ভ্যানে মোট ৬ জন ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top