বার্তাঃচট্রগ্রাম জেলার সীতাকুণ্ডের সলিমপুরে পুকুরে পড়ে নিপা আক্তার (২৪) নামে এক গৃহবধূর মৃত্যু হযেছে।
রবিবার সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার ১০ নং সলিমপুর ইউনিয়নের ফকিরহাটস্থ কালুশাহ মাজার এলকার ৬নং ওয়ার্ডের নুর মোহাম্মদের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত নিপা আক্তার ওই এলাকার নুরুল আবসারের স্ত্রী। তিনি দীর্ঘদিন থেকে মৃগী রোগে ভুগছিলেন বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ১০নং সলিমপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ শাহাদাত হোসেন। জানা যায়, গৃহবধু নিপা আক্তার সন্ধ্যায় কাপড় কাচার জন্য বাড়ির পাশের একটি পুকুরে যান। সবার অগোচরে পুকুরে পড়ে যান তিনি। পরে ওই পুকুরে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
সূত্রঃ সীতাকুণ্ড নিউজ ২০