সীতাকুণ্ড প্রতিনিধি
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৩
সীতাকুণ্ডে তিন দিন আগে নিখোঁজ হওয়া এক ট্রাক চালকের লাশ পাওয়া গেছে। শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ইমাম নগর এলাকার একটি পুকুরে অর্ধ গলিত লাশটি ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।
এর আগে গত বুধবার সকালে নিখোঁজ হন একই এলাকার রুবেল সওদাগরের বাড়ির মৃত মোক্তার হোসেনের ছেলে ট্রাক চালক মো. আক্তার হোসেন (৫৫)।
পুলিশ জানায়, গত বুধবার সকাল ১০টার দিকে নিজ বাড়ি থেকে বের হন ট্রাক চালক আক্তার হোসেন। এর কিছুক্ষণ পর থেকেই তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। তারপর থেকে তার আর কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে পরিবারের লোকজন সীতাকুণ্ড থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। শনিবার স্থানীয় একটি পুকুরে তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন।
সীতাকুণ্ড থানার ইন্সপেক্টর তদন্ত আবু সাঈদ বলেন, নিহতের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। লাশের অনেকখানি অংশ পচে গেছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে নিহতের প্রকৃত কারণ বোঝা যাবে।