সীতাকুণ্ডে দিদারুল আলম এমপির গণসংবর্ধনা

দীর্ঘদিন বিদেশ সফর শেষে দেশে ফিরে হাজার হাজার নেতাকর্মীর ভালবাসায় সিক্ত হলেন উত্তর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আলহাজ দিদারুল আলম এমপি তার আগমনকে কেন্দ্র করে পৌরসভায় উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা গণসংবর্ধনার আয়োজন করেন। সম্প্রতি পৌর সদরের উত্তর বাজার থেকে দলীয় নেতা কর্মী সাংসদ দিদারুল আলমকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিছিল সহকারে পৌরসভার সম্মুখে সংবর্ধনাস্থলে নিয়ে যান। সেখানে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন সাংসদ দিদরুল আলম। বিশেষ অতিথি আবদুল্লাহ আল বাকের ভূঁইয়া,সীতাকুন্ড পৌরসভার মেয়র,বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বদিউল আলমের সভাপতিত্বে ও শওকত আলী জাহাঙ্গীরের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ , সকল ইউনিয়নের নেতৃবৃন্দ পৌরসভার নেতৃবৃন্দ সহ, নাজিম উদ্দিন, মো. ইদ্রীস, হাসেম ভূঁইয়া, নিজাম উদ্দিন, সিরাজুল ইসলাম, খোরশেদ আলম, সাহাব উদ্দীন, মো. শাহজাহান, বেলাল হোসেন, সুরাইয়া বাকের, জাহাঙ্গীর ভুইয়া, জালাল আহমদ, রুহুল আমিন, হারুন ভুইয়া, মাইমুন উদ্দিন মামুন, আবদুল বারেক, মাহবুব, রেহান উদ্দিন রেহান,শিহাব উদ্দীন, এসএম জিলানী, নূর মোস্তফা, ইউসুফ আলী লিটন, উত্তর জেলা ছাত্রলীগের নাট্য ও বিতর্ক বিষয়ক সম্পাদক মৃন্ময় বসাক অর্প প্রমুখ ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top