সীতাকুণ্ডে দাম বাড়তির কারনে দোকানীর জরিমানা ।
সীতাকুণ্ড প্রতিনিধি
বিশ্বে যখন করোনা ভাইরাসের কারণে সকল দ্রব্যমূল্যের দাম কমিয়ে দিচ্ছেন। সেখানে আমাদের দেশে মুনাফালোভী কিছু ব্যবসায়ী বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়তি রাখছেন।সেই ধারাবাহিকতায়
সীতাকুন্ডে অতিরিক্ত মূল্যে পন্য বিক্রয়ের দায়ে ৪ টি প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
২০ মার্চ শুক্রবার বিকাল পাঁচটায় পৌরসদর বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন রায়ের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে। যেসব প্রতিষ্ঠানকে জরিমানা প্রদান করা হয়েছে তা হল, চালের আড়ত হাজী এন্ড সন্স সহ দুটি খুচরা দোকান।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায় বলেন,‘ করোনা আতংককে পূজী করে কিছু অসাধু ব্যবসায়ী দ্রব্যের মুুুল্য বৃদ্ধির করে পন্য বিক্রির অভিযোগে অভিযান পরিচালনা করা হয়েছে। ভোক্তাধিকার আইনে প্রতিষ্ঠান সমূহকে জরিমানা করা হয়। পরবর্তীতে এ ধরনের কর্মকান্ড পরিচালিত হওয়ার খবর পাওয়া গেলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি।