বার্তাঃ গত ২১ মার্চ রবিবার আনুমানিক সকাল ১১.০০ মি. সিলেট মৌলভীবাজার থেকে সীতাকুণ্ড চন্দ্রনাথ মন্দিরে তীর্থ করতে আসেন ৭৫ বছর বয়স্ক কৃপেশ দাশ সহ প্রায় ত্রিশ জনের একটি দল।সে দলে নিখোঁজ কৃপেশ দাশের স্ত্রী ও ছিলো।
সকালে সবাই একসাথে চন্দ্রনাথ দর্শনের উদ্দেশ্যে রওয়ানা হন,এক পর্যায়ে কৃপেশ দাশ সম্ভুনাথ মন্দিরে পৌঁছলে উপরে উঠতে অপারগতা জানান স্ত্রী সহ দলের সকলকে। তারা তাকে ওখানে বসিয়ে রেখে( চন্দ্রনাথ) উপরে উঠে। ফিরতি পথে তাকে ওই স্থানে না পেয়ে সকলে চারপাশের সকল মঠ মন্দিরে, রেল স্টেশন,বাস স্টেশন সহ সকল জায়গায় খোঁজ করে কোথাও না পেয়ে মাইকিং ও করেন।
২২ মার্চ সকালে নিখোঁজ কৃপেশ দাশের ছেলে পরিতোষ দাশ সীতাকুণ্ড মডেল থানায় সাধারণ ডায়েরি করেন।জিডি নং ১১৯৫,।নিখোঁজ ব্যাক্তির ছেলে পরিতোষ বলেন কোনো সহৃদয় ব্যাক্তি যদি উনার খোঁজ পেয়ে থাকেন তাহলে সীতাকুণ্ড মডেল থানা, অথবা আমার মোবাইল ০১৩০৯০৯২০৭২ নাম্বারে জানালে চির কৃতজ্ঞ থাকবো।