ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের বড় কুমিরা এলাকায় থেকে বিলুপ্ত প্রায় সাতটি তক্ষক উদ্ধার করেছে চট্টগ্রাম জেলা পুলিশের গোয়েন্দা (ডিবি) দল। এ সময় পুলিশ পাঁচ তক্ষক পাচারকারীকে আটক করে।
মঙ্গলবার (৬ জুন) বিকেলে এ বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামানের নেতৃত্বে একটি বিশেষ দল অভিযান চালিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিরা কনভেনশন হলের সামনে থেকে সাতটি তক্ষক উদ্ধার করে। এ সময় পাঁচ তক্ষক পাচারকারীকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মো. নীলচান শেখ (২৬), মো. আলী আকবর শেখ (৩০), ইমাম শেখ (২২), মো. জাহাঙ্গীর আলম (৪৭) ও মো. মুক্তার হোসেন (৪৫)।
অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন আরও জানান, তক্ষকগুলোকে বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামে হস্তান্তর করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় মামলা হয়েছে।
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) আবু সাইদ জানান, গ্রেফতারকৃত পাঁচ পাচারকারীকে মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।