সীতাকুণ্ডে ডিজিটাল নিরাপত্তা আইনে মহিলা ভাইস চেয়ারম্যানের মামলা

সীতাকুণ্ডে সামাজিক যোগাযোগ মাধ্যমে  মিথ্যা মানহানিকর, অশ্লীল, কুরুচিপূর্ণ তথ্য প্রচার করে সম্মানহানি করা ও এলাকায় রাজনৈতিক অনুসারীদের মধ্যে তীব্র অসন্তোষ, অস্থিরতা ও বিশৃঙ্খলা  সৃষ্টির দায়ে দুই জনকে আসামী করে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছেন সীতাকুণ্ড উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জয়নব বিবি জলি। ২০ মার্চ শনিবার সীতাকুণ্ড মডেল থানায় উপস্থিত হয়ে এ মামলা দায়ের করেন তিনি। মামলায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারকৃত তথ্য মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন এবং সম্মানহানীর উদ্দেশ্যে প্রচারিত দাবি করে অপপ্রচারের ফেসবুক পোস্টের স্কিনশট সংযুক্ত করেন মহিলা ভাইস চেয়ারম্যান। এতে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৫(১)( ক)/২৯(১)/(৩১) (২)/৩৫(২) ধারা অনুযায়ী অভিযুক্ত সলিমপুর ইউনিয়নের  উত্তর সলিমপুর, ১ নং ওয়ার্ড ছালাদার পাড়া গ্রামের হাজী সাহাব মিয়া কোম্পানির বাড়ির মাহবুবুল আলম প্রকাশ গুনু মিয়া এর কন্যা  মোছাঃ সাদিয়া প্রকাশ সনি সিনহা সনি(২৩) ও একই ইউনিয়নের ফকির হাট  ৭ নং ওয়ার্ডস্থ খয়রাতি মেম্বার বাড়ির মো. সেলিম এর পুত্র মিনহাজুল আবেদীন বিজয় (২৫) কে আসামী করা হয়। যা সীতাকুণ্ড থানার মামলা নং ২৭ হিসেবে লিপিবদ্ধ করা হয়। মামলা ও থানা সূত্রে জানা যায়, বাদী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জয়নব বিবি জলি এজাহারে উল্লেখ করেন মামলার ১ নং আসামী সাদিয়া প্রকাশ সনি সিনহা সনি দীর্ঘ দিন তার আপন ফুফু বৃদ্ধ শায়রা বেগম (৬০) কে মারধর ও শারীরিক-মানসিক নির্যাতন করে আসছিল। গত ১২ মার্চ সাদিয়া তার ফুফুকে নির্যাতন করছে এমন সংবাদ পেয়ে মহিলা ভাইস চেয়ারম্যান জয়নব বিবি জলি ঘটনাস্থলে উপস্থিত হন এবং মারধরের হাত থেকে বাঁচান। পরে মহিলা ভাইস চেয়ারম্যানের উপর ক্ষিপ্ত হয়ে সাদিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিরুদ্ধে নানা অপপ্রচার চালাতে থাকে যা থেকে তার সম্মানহানি ও এলাকায় রাজনৈতিক অনুসারীদের মধ্যে অস্থিরতা সৃষ্টি  হয়। পরে সাদিয়া মিথ্যা অভিযোগ তুলে সীতাকুণ্ড প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে আমার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও অসামঞ্জস্যপূর্ণ তথ্য প্রচার করে। শুধু তাই নয় সংবাদ সম্মেলনে সে ফাঁসির গোল চিহ্নিত রশিযুক্ত আমার  ছবি ছাপিয়ে ব্যানার প্রকাশ করে। যা সম্পূর্ণ অনৈতিক ও অসামাজিক। মামলার এজাহারে আরো উল্লেখ করা হয় যে, সাদিয়া তার সনি সিনহা সনি নামক  ফেসবুক আইডি থেকে জয়নব বিবি জলিকে মোবাইল চোর, নির্যাতনকারী আখ্যা দিয়ে বানোয়াট ও মিথ্যা তথ্য প্রচার করে জনসাধারণকে ভুল বুঝানো হয়। আর এতে মামলার ২ নং আসামী মিনহাজুল আবেদীন বিজয় তার ফেসবিক আইডি থেকে ১ নং আসামীর যোগসাজশে প্রচার করতে থাকে। এতে আমার রাজনৈতিক অনুসারীদের মধ্যে অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে এবং আমার সম্মানহানি হয়েছে। যা ডিজিটাল নিরাপত্তা আইনে অপরাধের আওতাভুক্ত। এ বিষয়ে সীতাকুণ্ড উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জয়নব বিবি জলি বলেন, অসহায় বৃদ্ধাকে আশ্রয় দেওয়ায় আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে। সাদিয়া ও  মিনহাজুল আবেদীন বিজয় সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মহলে কুরুচিপূর্ণ ও মিথ্যা তথ্য প্রচার করে আমার সম্মানহানি ও আমাকে হেয় করেছে। আমি তাদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার সাব ইন্সপেক্টর মো. নুরুন নবী বলেন, আসামীদের গ্রেফতারে জোর চেষ্টা চলছে। এখনো কাউকে আটক করা যায়নি।

সূত্র: দৈনিক বায়ান্ন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top