সীতাকুণ্ডে জুতার ভেতরে রাখা ২০ স্বর্ণের বারসহ আটক ২

 

 

সীতাকুণ্ডে জুতার ভেতরে রাখা ২০ স্বর্ণের বারসহ আটক ২

চট্টগ্রাম সীতাকুণ্ড থেকে ২০টি স্বর্ণের বারসহ দুইজনকে আটক করেছে পুলিশ। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৭০ লাখ টাকা। স্বর্ণের বারগুলো বিশেষ কায়দায় জুতার ভেতর লুকিয়ে রেখেছিল আসামিরা।

বুধবার (১৮ জানুয়ারি) সকাল ১০টার দিকে সীতাকুণ্ড বাস স্ট্যান্ডের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন— বসু পাল (৩৫) ও রতন পাল (৬০)।

জানা যায়, সকালে সীতাকুণ্ড বাস স্ট্যান্ডে সামনে আটক দুইজনের গতিবিধি সন্দেহজনক মনে হলে ডিউটিরত অফিসার এসআই পাপেল রায় প্রাথমিক জিজ্ঞাসাবাদ শুরু করে।  এক পর্যায়ে তাদের দেহ তল্লাশি করলে জুতার ভেতর বিশেষ কায়দায় রাখা ২০টি স্বর্ণেবার জব্দ করা হয়। যার ওজন ২৩৩২ দশমিক ১১ গ্রাম। 

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন, সীতাকুণ্ড বাস স্ট্যান্ডের শ্যামলী কাউন্টারের সামনে থেকে ২০টি স্বর্ণবারসহ দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top