মোঃ জয়নাল আবেদীন, সীতাকুণ্ড প্রতিনিধি:
সীতাকুণ্ডে ৪৯ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
আজ ৭ নভেম্বর (২০২০) বেলা ১১ টায় সীতাকুণ্ড উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সীতাকুণ্ড উপজেলা সমবায় অধিদপ্তরের আয়োজনে ৪৯ তম জাতীয় সমবায় দিবসে এই আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলোয়াত করেন প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী। সীতাকুণ্ড উপজেলা সমবায় অফিসার এম. এ শহীদ ভুঁইয়া এসময় স্বাগত বক্তব্য রাখেন।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করেন সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মনসুর আহম্মেদ, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মানস নন্দী, ঋণদান সমিতি ও দুরন্ত পথিক সমবায় সমিতির চেয়ারম্যান এডভোকেট সরোয়ার হোসেন লাভলু, সীতাকুণ্ড প্রেস ক্লাবের দপ্তর আবুল খায়ের, অনন্যা মাল্টিপারপাসের সভাপতি রেহানা আক্তার, জাহাজ ভাঙা শিল্প শ্রমিক সমবায় সমিতির সভাপতি একে এম শহিদুল্লাহ।
এসময় প্রধান অতিথি বলেন, “গ্রামীণ আত্ব সামাজিক উন্নয়নে সমবায় সমিতির কোন বিকল্প নেই। দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে যদি সকল পেশাজীবীরা এক হয়ে সমবায় গড়ে তোলে। বাংলাদেশের সংবিধানে সমবায়কে আলাদা গুরুত্ব দেয়া হয়েছে। সমবায়ে নিবন্ধন না নিয়ে কোন সমিতি বা সংঘ নামের সাথে সমবায় যোগ করার নিয়ম নেই।“