মোঃ জয়নাল আবেদীন: উত্তর চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গি সন্ত্রাস ও মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সীতাকুণ্ড মডেল থানার আয়োজনে ও ১০ নং বীট পুলিশিং কার্যালয়ের সহযোগিতায় উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
১৯ নভেম্বর(২০২০)বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলার সোনাইছড়ি ইউনিয়ন চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সোনাইছড়ি ইউপি চেয়ারম্যান মনির আহম্মেদ এর সভাপতিত্বে উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মডেল থানার অফিসার ইনচার্জ ফিরোজ হোসেন মোল্লা।ছাত্রনেতা শাহরিয়ার রাশেদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,শীতল পুর উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মাষ্টার জাকির হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী সেলিম উদ্দিন মানিক, আওয়ামী লীগ নেতা তারেক উদ্দিন, সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাবেক সভাপতি এম. সেকান্দর হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে ফিরোজ হোসেন মোল্লা বলেন, আইন শৃঙ্খলার উন্নয়নের জন্য পুলিশ বাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। মাদক, সন্ত্রাস, জঙ্গি এবং ধর্ষনবিরোধী সচেতনতা পরিবার থেকেই প্রারম্ভ করতে হবে।যে কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির সম্ভাবনা দেখলে পুলিশকে খবর দিবেন কিংবা ৯৯৯ কল দিবেন।