ট্টগ্রামের সীতাকুণ্ডে চুরি করা সোনা ক্রয়-বিক্রয়ের অভিযোগে চন্দন বণিক (৩৫) নামে সন্দীপের এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে সন্দ্বীপের হারামিয়া থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার চন্দন বণিক সন্দ্বীপ পৌরসভার খাদ্য গুদাম সড়ক এলাকার কেবি জুয়েলার্স নামক স্বর্ণের দোকানের মালিক।
পুলিশ জানায়, গত ৫ ডিসেম্বর গ্রিল কেটে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের মহানগর বাজারের সুজন চন্দ্রের সোনার দোকান থেকে ৬ ভরি স্বর্ণালংকার ও ৫০ হাজার টাকা চুরি হয়। এই ঘটনায় পরদিন সুজন চন্দ্র অজ্ঞাতদের আসামি করে থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় ১২ জানুয়ারি সন্দ্বীপের ব্যবসায়ী মো. রুবেলকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তি পরদিন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেন। তার দেওয়া তথ্য অনুযায়ী, চন্দন বণিকের দোকানে অভিযান চালিয়ে সেখান থেকে ৫ ভরি ১০ আনা চুরিকৃত স্বর্ণ উদ্ধার করা হয়।
সীতাকুণ্ড থানার ইন্সপেক্টর তদন্ত সুমন বণিক বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে চোরাই সোনা ক্রয়-বিক্রয়ের কথা স্বীকার করেছে চন্দন দে। সন্দ্বীপ পৌরসভার খাদ্য গুদাম সড়ক এলাকার কেবি জুয়েলার্স নামক স্বর্ণের দোকানের মালিক তিনি। আদালতের মাধ্যমে শনিবার দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।