চুরি ডাকাতির ঘটনা বেড়েই চলছে সীতাকুণ্ডে
সীতাকুণ্ড প্রতিনিধি।
উত্তর চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বড় দারোগার হাট মহালঙ্গা গ্রামে গ্রামবাসীর গভীর রাতে প্রহরী হিসেবে এলাকা নিরাপত্তা বাড়ালেও কমেনি চুরি ডাকাতি ।
শুক্রবার ৬ ই মার্চ সীতাকুণ্ড বার্তা প্রতিনিধি কে এই ভয়ঙ্কর ঘটনার কথা জানান এলাকাবাসী ।তারা বলেন , কোন কিছুতেই চোর চক্রের সদস্যদের থামানো যাচ্ছে না ।রাতে একদল যুবক গ্রামে পাহারা দিলেও , তাদের বিশ্রামের সুযোগে হানা দেয় চোর চক্রের সদস্যরা।
অভিযোগ উঠে এসেছে যে , তারা গোয়াল ঘর থেকে গরু ও দোকানের ফ্রিজ সহ গুরুত্বপূর্ণ নামী দামী জিনিসপত্র নিয়ে যায় ।খুব অভিনব কায়দায় অস্ত্র শস্ত্র সহ তারা প্রহরীদের ফাঁকি দিয়ে এমন কাজ করে যাচ্ছেন।
এই বিষয়ে মহালঙ্কা গ্রামের মোহাম্মদ আলী বলেন , দীর্ঘদিন ধরে এই চোর চক্র সক্রিয় । কাদের মাধ্যমে সূত্র পেয়ে আসে সময় বুঝে এই ডাকাত দল আসে বলা বাহুল্য । তবে এই সমস্যার সমাধানে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন এলাকাবাসী