শেখ নাদিম, বার্তা প্রতিনিধিঃ
সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ঘোড়ামারা খাল থেকে এক শিশু কন্যার লাশ উদ্ধার করেন এলাকাবাসী।
৮ সেপ্টেম্বর বুধবার দুপুর আনুমানিক ৩.৪০ মিনিটে ঘোড়ামারা খাল থেকে বন্দিতা জলদাস (২)কে উদ্ধার করেন এলাকাবাসী।সোনাইছড়ি ইউনিয়নের ম্যধম ঘোড়ামারা ২নং ওয়ার্ড এর বাসিন্দা সবুজ জলদাস এর কন্যা বন্দিতা জলদাস।
জানাযায়, সকালে বাসা থেকে খেলতে বের হয়েছিল বন্দিতা জলদাস কিন্তু দুপুর হওয়ার পরেও বাসায় না ফিরায় তার মা মেয়েকে খুজতে বের হন, এলাকাবাসীর সহায়তায় দুপুর আনুমানিক ৩.৪০ মিনিটে সোনাইছড়ি খালের মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শী নয়ন বলেন, আমরা বন্দিতার মায়ের কাছে জানতে পারি তার মেয়ে সকালে বাসা থেকে খেলতে বের হয়েছিল কিন্তু দুপুর হওয়ার পরেও বাসায় ফিরে আসেনি, তার সাথে আমরা-ও বন্দিতা দাস কে খুজতে বের হয় অনেক খুঁজাখুঁজি করার পর আনুমানিক দুপুর ৩.৪০ মিনিটে সোনাইছড়ি খালের মৃত অবস্থায় দেখতে পাই।