এম কে মনির, সীতাকুণ্ড, চট্টগ্রাম
ঢাকা -চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে ঝরেছে আরো একটি তাজা প্রাণ।২৬ ফেব্রুয়ারি বেলা ১২ টায় সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী লালবেগ এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহতের নাম মোঃকামরুল ইসলাম(২৮)। তিনি বরিশাল জেলার ভাউখালী থানার রাজাপুর গ্রামের মোঃমহসিনের পুত্র বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার সময় লালবেগ শিপ ব্রেকিং ইয়ার্ড থেকে ব্যবসায়িক কাজ সেরে মোটরসাইকেল চালিয়ে মহাসড়কে উঠছিলেন ব্যবসায়ী কামরুল।এসময় ঢাকামূখী একটি কাভার্ডভ্যান তাকে বেশ জেরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কের বাইরে ছিটকে পড়েন।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চমেক পুলিশ ফাঁড়ির এ এস আই আলাউদ্দিন জানান, দুপুর ১২টার সময় লালবেগ এলাকায় মোঃ কামরুল হাসান নামে এক ব্যক্তিকে একটি কাভার্ডভ্যান ধাক্কা দিলে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়।কিছুক্ষণ পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।আমরা লাশটি ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছি।
নিহতের পরিবার এসে পৌঁছালে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।