মোঃ জয়নাল আবেদীন:চট্টগ্রামের সীতাকুণ্ডে ১০০০ (এক হাজার) পিস ইয়াবা সহ মোঃ ফরিদুল ইসলাম (৩৮) নামে এক যুবক আটক।
২৯ নভেম্বর(২০২০)রবিবার রাত সাড়ে ১১ টায় সীতাকুণ্ড উপজেলাধীন ভাটিয়ারী বাসস্ট্যান্ড এলাকায় যাত্রী ছাউনির সামনে থেকে তাকে আটক করেন সীতাকুণ্ড মডেল থানা পুলিশ।
জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম পাশে ভাটিয়ারী বাসস্ট্যান্ড এলাকায় রাত সাড়ে ১১ টায় এসআই হারুনুর রশীদ সঙ্গীয় ফোর্স সহ বিশেষ অভিযানে তল্লাশি চালিয়ে ১০০০(এক হাজার) পিস ইয়াবা ট্যাবলেট সহ ওই যুবককে আটক করে।
আটককৃত যুবকের বাড়ি চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলা,উত্তর ছদাহা নওরগা পাড়া,শাহ আলমের বাড়ির গ্রামের বাসিন্দা পিতা- মোঃ হাকিম উল্লাহ,মাতা-রাবেয়া বেগমের পুত্র মোহাম্মদ ফরিদুল ইসলাম (৩৮) বলে জানা যায়।
এসআই হারুনুর রশিদ জানান,গোপন সূত্রে খবর পেয়ে আমরা ফোর্স নিয়ে অভিযান চালায়।এ সময় উপজেলার ভাটিয়ারী বাসস্ট্যান্ড এলাকায় তল্লাশি চালিয়ে এক হাজার পিস ইয়াবা সহ একজনকে আটক করি।এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।আটককৃত আসামিক আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।