মোঃ জয়নাল আবেদীন,সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে গ্যাস ট্যাঙ্কারের চাপায় পিষ্ট হয়ে ফিরোজা বেগম (৩৫) নামের এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ ৩০ নভেম্বর (২০২০)সোমবার বেলা ১ টায় সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ডের মান্দারীটোলা এলাকার সী সড়কে এই দুর্ঘটনা ঘটে।নিহতের স্বামীর নাম আবদুর রাজ্জাক। তিনি মান্দারী টোলা গ্রামের ইমাম শরীফের বাসিন্দা বলে জানা গেছে।
এলাকাবাসী জানান, প্রতিদিন গাড়ির অহরহ যাতায়াত আমাদের অতিষ্ঠ করে তুলেছে।আজ গ্রামের একজন মহিলা নিহত হয়েছে।সর্বক্ষণ গাড়ির আতংক বিরাজ করছে আমাদের মনে। গ্যাস ফ্যাক্টরীর গাড়িগুলোর নিয়মিত আসা যাওয়া এবং গাড়ির ধুলোবালিতে আমাদের নাজেহাল অবস্থা। বিভিন্ন বয়সের লোকের আসা যাওয়ায় গাড়িগুলো গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে।সুতরাং আমরা এর প্রতিকার চাই।
এই বিষয়ে বাড়বকুণ্ড ইউনিয়নের ৩ নং ওয়ার্ড ইউপি সদস্য বলেন, একজন মহিলা গ্যাসের গাড়ির চাপায় নিহত হয়েছেন।থানায় খবর দেয়া হয়েছে। ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে এসেছে।