মোঃ জয়নাল আবেদীন, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে ফৌজদারহাট এলাকায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ করে স্থানীয়দের বিক্ষোভ। অবরোধের ফলে ফৌজদারহাট হাটের উভয় পাশের সড়কে ২ কিঃমিঃ যানযট সৃষ্টি হয়েছে।এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
আজ ১৭ সেপ্টেম্বর (২০২০) বৃহস্পতিবার বিকালে স্থানীয়রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। ফৌজদারহাট ক্যাডেট কলেজ কর্তৃপক্ষ স্থানীয়দের যাতায়াত পথ বন্ধ করে দেয়াল দেয়ার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে এই বিক্ষোভ করেছে বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দা মামুন বলেন, ২০১৪ সালে মহাসড়কের পাশে গেইট নির্মাণ করে স্থানীয়দের চলাফেরা নিয়ন্ত্রন করা শুরু করে ফৌজদার হাট ক্যাডেট কলেজ কর্তৃপক্ষ। এবার রাস্তার পাশে দেয়াল দিয়ে জনগনের চলাচলের পথ একেবারে বন্ধ করে দেয়ার চেষ্টা করায় স্থানীয়রা বিক্ষোভে ফেটে পড়ে মহাসড়ক অবরোধ করে।
পুলিশ প্রশাসন আগামী রবিবারের মধ্যে বৈঠক করে বিযয়টি নিষ্পত্তির আশ্বাস দিলে স্থানীয়রা রোড ব্যারিকেড ১ঘন্টা পর তুলে নেই।