মোঃ জয়নাল আবেদীন সীতাকুণ্ড প্রতিনিধি
উত্তর চট্টগ্রামের আকবর শাহ থানার সিটি গেট এলাকায় সড়ক দুর্ঘটনায় সীতাকুণ্ড উপজেলার সাবেক আওয়ামীলীগ নেতা আলহাজ্ব মোহাম্মদ মোস্তাকিম (৫৫) নিহত হয়েছে।নিহত মোস্তাকিম ফৌজদারহাট দুল্লভের বাড়ির মরহুম আব্দুল মোনাফের প্রথম পুত্র বলে জানা গেছে।
আজ শুক্রবার ৩ জুলাই সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি জুমার নামাজের পর সিডিএ ১ নাম্বারে লরীর ধাক্কায় এই দূর্ঘটনা ঘটে।
দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে উপজেলার সলিমপুর ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি ফজলে করিম নিউটন বলেন, নিজ এলাকার মসজিদে জুমার নামাজ আদায় করে তিনি মোটর সাইকেল যোগে শহরে শশুর বাড়ি যাওয়ার পথে সিডিএ ১ নাম্বারে একটি লরীর ধাক্কায় আহত হয়।তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু ঘটে।