সংবাদ সম্মেলনে কক্ষে অন্য এক হাথুরুর দেখা পাওয়া গেল। বাংলাদেশ দলের প্রাকটিস কিটের সঙ্গে চোখে কালো রোদ চশমা পরে এসেছেন মিডিয়ায় কথা বলতে। কথা বললেন দলের সর্বশেষ প্রস্তুতি ও অবস্থা নিয়ে। জানিয়েছেন ম্যাচের দিন সকালে উইকেট দেখে সিদ্ধান্ত নেবেন একাদশ গঠনের ক্ষেত্রে।
এর আগে ধর্মশালায় সকালের স্নিগ্ধ বাতাসে অনুশীলন করেন টাইগার ক্রিকেটাররা। সাকিব-মাহমুদউল্লাহরা সেরেছেন নিজেদের শেষ সময়ের ব্যাটিং অনুশীলন। এদিকে এদিন অনুশীলনে বেশ লম্বা সময় ধরে ব্যট করেছেন অধিনায়ক সাকিব। পেসারদের বল করতে না দেখা গেলেও বল করেছেন দলের স্পিনাররা। এছাড়া ব্যাট হাতে প্রস্তুতি সেরেছেন নাজমুল হোসেন শান্ত-তাওহীদ হৃদয়রা।