টি-টোয়েন্টি বিশ্বকাপের চলমান অষ্টম আসরের সেমিফাইনালে খেলতে হলে শেষ দুই ম্যাচে ভারত-পাকিস্তানের বিপক্ষে জিততেই হতো।
এমন কঠিন সমীকরণ সামনে রেখে ভারতের বিপক্ষে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ১৬ ওভারে ১৫১ রান তাড়ায় বাংলাদেশ তীরে গিয়ে তরী ডুবায়। শক্তিশালী ভারতের বিপক্ষে শেষ বলে গিয়ে ৫ রানে হারে বাংলাদেশ।
ম্যাচ শেষে বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান বলেন, ভারতের বিপক্ষে দুর্দান্ত একটি ম্যাচ হয়েছে। দর্শকরা উপভোগ করেছে, উভয় দলই খেলাটি উপভোগ করেছে। শেষ পর্যন্ত কাউকে না কাউকে জিততেই হতো, কাউকে হারতে হতো।
লিটন দাসের ২১ বলে ফিফটির ইনিংস খেলা প্রসঙ্গে সাকিব বলেন, লিটন সত্যিই ভালো ব্যাটিং করেছে, সম্ভবত সে আমাদের সেরা ব্যাটসম্যান। সে যেভাবে ইনিংসের শুরুটা করেছিল আমরা সেই ধারাবাহিকতা অব্যাহত রেখে ব্যাটিং করতে চেয়েছিলাম। কিন্তু পারিনি।
সাকিব বলেন, বোলিংয়ে আমাদের পরিকল্পনা ছিল ভারতের টপ অর্ডারকে দ্রুত ফেরানো। আমি তাই তাসকিনকে বল হাতে দিয়েছিলাম। কারণ সে আমাদের অন্যতম সেরা বোলার। দুর্ভাগ্যবশত সে আজ উইকেট পায়নি।
সাকিব আরও বলেন, আমরা টুর্নামেন্টে ইতিবাচক ক্রিকেট খেলার চেষ্টা করে যাচ্ছি। বিশ্বকাপটিা উপভোগ করতে চেয়েছিলাম, আশা করি সেটি করতে পেরেছি। শেষ ম্যাচেও এটা অব্যাহত রাখতে চাই।