শিক্ষিকার উত্তম মধ্যম খেয়ে হাসপাতালে ছাত্রী
সীতাকুণ্ড প্রতিনিধি
উত্তর চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে বেদম প্রহার করলেন শিক্ষিকা শাহনাজ পারভীন।
১৬ মার্চ সোমবার বাঁশবাড়িয়া উচ্চ বিদ্যালয়ে এই ঘটনাটি ঘটে। সানজিদা আক্তার ৬ ষষ্ঠ শ্রেণীর ছাত্রী এবং একি ক্লাসের অপর এক ছাত্রী থেকে তিরিশ টাকা চুরির অভিযোগ উঠে।
চুরির ঘটনাকে কেন্দ্র করে , স্কুল শিক্ষিকা শাহনাজ পারভীন শিক্ষার্থী সানজিদা আক্তারকে বেদম পিটুনি দেয়। শিক্ষার্থীর অবস্থা ও মারের দাগ দেখে পিতা মোঃ খোরশেদ আলম তার মেয়েকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
এই ব্যাপারে শিক্ষার্থীর পিতা মোঃ খোরশেদ আলম জানান , তিরিশ টাকা চুরির অভিযোগ এনে স্কুলে আমার মেয়েকে বেধড়ক মারধর করেন শিক্ষিকা শাহনাজ পারভীন। শিক্ষার্থীকে পিটিয়ে জোরপূর্বক টাকা চুরির স্বীকারোক্তি আদায় করেন আমার মেয়ের কাছ থেকে। স্কুল ছুটি হয়ে যাওয়ার কারণে কারো সাথে যোগাযোগ করতে পারিনি।
এই বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইসহাক এর কাছে জানতে চাইলে তিনি জানান। বেশকিছু দিন ধরে ঐ শিক্ষার্থীর নামে টাকা চুরির অভিযোগ উঠে এসেছে।সেই ধারাবাহিকতায় তার কাছে বিষয়টি শিক্ষিকা জানতে চেয়েছেন।