শিক্ষার্থীকে পিটিয়ে আহত এবং মাদ্রাসার টাকা আত্মসাৎ করে পালিয়ে যায় শিক্ষক

সীতাকুণ্ড বার্তা প্রতিনিধিঃ ২৪/০২/২৪ তারিখে ফয়েজুল ওহাব হিফজুল কোরআন মাদ্রাসার পরিচালনা কমিটি সীতাকুণ্ড বার্তা প্রতিনিধিকে জানায়,হাফেজ মাওলানা মাসুম বিল্লাহ উক্ত মাদ্রাসার একজন সিনিয়র শিক্ষক।
হাফেজ মাওলানা মাসুম বিল্লাহ গত ২২/০২/২৪ তারিখে রোজ বৃহস্পতিবার দুপুরে ,উক্ত মাদ্রাসার শিক্ষার্থী মিজান হোসেনকে মারাত্মক ভাবে মার ধর করায় অজ্ঞান হয়ে যায়, এক পর্যায়ে মিজান অসুস্থ হওয়ায় তাকে হাফেজ মাসুম বিল্লাহ পরিচালনা কমিটি কে না জানায়ে প্রথমে সীতাকুণ্ড হাসপাতালে পরে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসা করে অভিভাবকের বাড়িতে দিয়ে আসে, কিন্তু অসুস্থতা আরও বেশি গুরুতর হওয়ায় মিজানের অভিভাবক চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে দ্বিতীয় বার নিয়ে যায় এবং মাদ্রাসা পরিচালনা কমিটি বরাবর অভিযোগ করে,এমন অবস্থায় পরিচালনা কমিটি হাফেজ মাসুম বিল্লাহর সাথে আলোচনা করে বিষয়টি সমাধানের জন্য জুরুরি মিটিং দেন,উক্ত মিটিং এর আগে হাফেজ মাওলানা মাসুম বিল্লাহ মাদ্রাসা থেকে তার সকল জিনিস পএ নিয়ে আগামী ২৬ তারিখ
মাদ্রাসার মাহফিলের সকল টাকা আত্মসাৎ করে মাদ্রাসা থেকে পালিয়ে যায়।

পরিচালনা কমিটি সদস্যরা সীতাকুণ্ড বার্তা প্রতিনিধিকে আরও জানায়,হাফেজ মাওলানা মাসুম বিল্লাহ আগে সীতাকুণ্ড আল মাহমুদ নামে একটি প্রতিষ্ঠানের শিক্ষক ছিলেন,সেখানে সে শিক্ষার্থীদের কোলে পা রেখে পা টিপিয়ে নিতো এমন বিভিন্ন অভিযোগে তাকে বহিষ্কার করে মাদ্রাসাটি,এবং তিনি বর্তমান মাদ্রাসায় আর অনেক শিক্ষার্থীকে পিটিয়ে আহত করেছে এবং তার স্বভাব ও চরিত্র অনেকটা উগ্রবাদিদের মত।

মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সীতাকুণ্ড বার্তা প্রতিনিধিকে জানায়,হাফেজ মাওলানা মাসুম বিল্লাহ শিক্ষাথীকে পিটিয়ে, মাদ্রাসার ছেলেদের থেকে পিকনিকের চাঁদা বাবদ সকল টাকা এবং আগামী ২৬ তারিখ মাদ্রাসার মাহফিল ও পাগড়ি দান অনুষ্ঠানের সকল টাকা নিয়ে পালিয়ে যায়।
এলাকাবাসী, অভিভাবক এবং পরিচালনা কমিটি প্রশাসনের কাছে হাফেজ মাওলানা মাসুম বিল্লাহর শাস্তির দাবী করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top