ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলায় গত বারের রানারআপ কুমিল্লার শাহজালাল বলীর কাছে হেরে গেলেন গেল বারের চ্যাম্পিয়ন চকরিয়ার তরিকুল ইসলাম জীবন। খেলা শুরুর ৬০ সেকেন্ডের মাথায় শাহজালাল বলীর কাছে হার মানেন জীবনবলী।
মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকেলে অনুষ্ঠিত বলীখেলার ১১৪তম আসরের ফাইনালে মুখোমুখি হয় গতবারের সাবেক এ দুই ফাইনালিস্ট। এবারের চ্যাম্পিয়ন শাহজালাল বলী ২০২২ সালে রানারআপ হলেও গত ২০১৮ ও ২০১৯ সালে টানা দুইবার চ্যাম্পিয়ন হন।
১১৪তম আসরে তৃতীয় স্থান অর্জন করেন খাগড়াছড়ির সৃজন চাকমা বলী এবং চতুর্থ স্থান অর্জন করেন আনোয়ারার আব্দুর নুর বলী।
এর আগে প্রথম সেমিফাইনাল মুখোমুখি হয় গতবারের চ্যাম্পিয়ন চকরিয়ার তরিকুর ইসলাম জীবন ও খাগড়াছড়ির সৃজন চাকমা। সৃজন বলীকে পরাজিত করে ফাইনালে চলে যায় জীবন বলী।
অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে আনোয়ারার আব্দুন নুরের মুখোমুখি হয় গতবারের রানারআপ কুমিল্লার শাহ জালাল বলী। এতে শাহজালাল বলীর কাছে পরাজিত হয় আব্দুন নুর বলী।
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর পৃষ্ঠপোষকতায় রবিবার (২৫ এপ্রিল) বিকেল চারটায় নগরের ঐতিহাসিক লালদীঘি মাঠে শুরু হয় ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলার ১১৪ তম আসর। এতে ৬০ জন বলী অংশ নেন।