বার্তা ডেস্কঃ
শপথ গ্রহনের আগে জনতার ভোটে নির্বাচিত পৌর মেয়র, সীতাকুণ্ড পৌরসভা আওয়ামী লীগের এর সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বদিউল আলম পৌরসভাস্থ নিজ কার্যালয়ে পৌর নাগরিকদের সেবা দিয়ে নিজের প্রতিশুতি বাস্তবায়ন গুরু করছেন। গত ৪ ডিসেম্বর সকালে মেয়র কার্যালয়ে গিয়ে দেখা যায়, মেয়র আলহাজ্ব বদিউল আলম সাহেব নির্বিঘ্নে পৌর নাগরিকদের কান্তিহীন পরিসেবা দিয়ে যাচ্ছেন। মেয়রের সাথে কুশল বিনিময় করে, চা পানের ফাঁকে তাকে প্রশ্ন করি, আপনি দ্বিতীয় বার পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছেন।কিন্তু শপথ গ্রহন না করে কেন আগে পৌর এলাকার জনগণকে সেবা দিচ্ছেন। তিনি দৈনিক ইনফো বাংলাকে বলেন,আমি পৌরসভার মেয়র আছি।শপথ গ্রহন করলে ও পৌর এলাকার নাগরিক দের সেবা দিতে হনে না করলে ও দিতে হবে। আমি যদি শপথ এর জন্য বসে থাকি তাহলে সৌর এলাকার নাগরিকরা সেবা থেকে বঞ্চিত হবে।পৌর এলাকার উন্নায়ন ব্যাহত হবে। তাছাড়া আমি পৌর নির্বাচনের আগে আমার দল আওয়ামী লীগের নেতা কর্মী ও পৌরসভার নাগরিকদের কথা দিয়েছিলাম আমাকে যদি পূুনরায় আবার আওয়ামী লীগ থেকে নৌকার প্রতীকে মনোনয়ন দিয়ে ভোট প্রয়োগের মাধ্যমে আবার মেয়র হিসাবে নির্বাচিত করা হয় তাহলে আমি পৌরবাসীর আশা আকাঙ্ক্ষা সমূহর বাস্তর প্রতফলন ঘটাবো।মুক্তিযুদ্ধের কল্যাণে আরো বেশি বেশি কাজ করবো। আমি গণতন্ত্রের মানসকন্যা দেশরত্ন প্রাণপ্রিয় নেত্রী শেখ হাসিনা কাছে কৃতজ্ঞ আমাকে আবার সীতাকুণ্ড পৌর নির্বাচনেনৌকা প্রতীকে মেয়র পদে মনোনয়ন দিয়ে দেওয়ায়। আর সীতাকুণ্ডের এমপি আলহাজ্ব দিদারুল আলম/সীতাকুণ্ড আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব আব্দুল আল বাকের ভূঁইয়া/ সাধারণ সম্পাদক এস এম আল মামুন, সকল ইউপি চেয়ারম্যান বৃন্দ সহ সর্বস্তরর আওয়ামী লীগের নেতাকর্মীদের, পৌর এলাকার নাগরিকের কাছে কৃতজ্ঞ আমাকে পৌর মেয়র নির্বাচিত হতে সহযোগিতা করায়।সহসা সীতাকুণ্ড পৌরসভাকে সব দিক থেকে মডেল পৌরসভার পরিনত করতে পারি তার জন্য আমি সকলে আন্তরিকতা কামনা করছি। পাশা পাশি আমি পৌরসভার আওয়ামী লীগ ও সকল অঙ্গ সহযোসী সংগঠন সমূহকে সু- সংগঠিত রাখতে অগ্রনী ভূমিকা রাখবো।
সূত্রঃ দৈনিক ইনফো বাংলা