জয়নাল আবেদীন সীতাকুণ্ড প্রতিনিধি
সবার উপরে মানবতা স্লোগানে মানবসেবায় এগিয়ে যেতে লিও ক্লাব অব চিটাগাং লিবার্টির ২০২০-২০২১ বছরের নতুন আঙ্গিকে ২৯ সদস্যের কমিটি নির্বাচিত হয়েছে।
আজ ২১ জুন রবিবার লিও ক্লাব অব চিটাগাং লিবার্টির এই কমিটি ঘোষিত হয়।এতে ২৯ সদস্যের কমিটিতে উপদেষ্টা হিসেবে আছেন লায়ন নুরুল আলম বাচ্চু , লিও প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন প্রথম প্রহর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ জিল্লুর রহমান শিবলী,লিও আরিফুল ইসলাম ফাস্ট প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট হিসেবে লিও মোঃ সালাউদ্দিন কাদের, সেক্রেটারি লিও ফখরুদ্দিন, ট্রেজারার সম্পাদক লিও নাঈমা চৌধুরী,ক্লাব ডিরেক্টর লিও মাহমুদুল হাসান দীপু,লিও তারেক মাহমুদ জিয়াদ,লিও হালিমা আক্তার সাবা,ভাইস প্রেসিডেন্ট -২ লিও শাহাদাত হোসাইন,ভাইস প্রেসিডেন্ট -৩ লিও মোঃ গোলাম সাদেক,ভাইস প্রেসিডেন্ট-৪ লিও মোঃ শাকিব, ভাইস প্রেসিডেন্ট-৫ লিও মারুফ, জয়েন্ট সেক্রেটারি -১ লিও নাজমুস সাকিব, জয়েন্ট সেক্রেটারি -২ এমকে মনির, জয়েন্ট ট্রেজার লিও উর্মী আক্তার, সিস্টার কো_ অর্ডিনেটর সুমাইয়া ইয়াসমিন,লিও মিল্লাত হোসেন মেম্বারশিপ পারসন,লিও মোঃ শাহীন আলম সার্ভিস পারসন,লিও শুভ্র দেব ইনফরমেশন টেকনোলজি অফিসার,লিও শাহাদাত হোসেন সজিব, লিডারশিপ ডেভলাপমেন্ট -অফিসার,লিও মাসুদ রানা টিমার, লিও মোঃ জয়নাল আবেদীন টেইলটুইস্টার,লিও ফারহান সিদ্দিক, এডুকেশন সেক্রেটারি, লিও মোঃ মহিনুদ্দিন প্রেস এন্ড পাবলিকেশন্স,লিও আবু সায়েম ইমন স্পোর্টস সেক্রেটারি,লিও মনোয়ার পারভেজ ইভেন্ট কো- অর্ডিনেটর, লিও মোঃ শহিদুল ইসলাম পাবলিক রিলেশন অফিসার।
লিও প্রেসিডেন্ট জিল্লুর রহমান শিবলী বলেন,
সামাজিক মানবিক ও সেবামূলক আন্তর্জাতিক সংগঠন লিও ক্লাব অব চিটাগাং লিবার্টি সর্বদা সচেষ্ট আছে সামাজে অসহায় হতদরিদ্র সুবিধাবঞ্চিত মানুষের পাশে আসুন আমরা সবাই হাতে হাত রেখে সবার উপরে মানবতা স্লোগান কে সামনে রেখে আরো বেশি মানবিক কাজে নিজেকে এবং দেশকে এগিয়ে নিতে আমরা ঐক্যবদ্ধ