লন্ডনে বসবাসরত সকল সীতাকুণ্ডবাসীদের নিয়ে সীতাকুন্ড সমিতি ইউকে’র ঈদ পূর্ণমিলনী ও আনন্দ ভোজন অনুষ্ঠিত হয়েছে। গত ০১ লা আগস্ট ২০২১ ইংরেজি রোজ রবিবার এই আয়োজন অনুষ্ঠিত হয়েছে।সীতাকুন্ড সমিতি ইউকের ভারপ্রাপ্ত সভাপতি জনাব জগলুল হায়াৎ চৌধুরীর সভাপতিত্বে উক্ত আনন্দ আয়োজনে উপস্থিত ছিলেন সীতাকুন্ড সমিতি ইউকের সাবেক সেক্রেটারী ইফতেখার আসিফ, সমিতির বর্তমান সহসভাপতি জনাব সাঈদুর রহমান মঞ্জু, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম হোসাইন, প্রচার সম্পাদক মোখতার হোসাইন, সদস্য বিল্টু,টিপুসহ অন্যান্যরা এবং কমিউনিটির নের্তৃবৃন্দ ছাড়াও অন্তত ১৫০ নাগরিক অংশগ্রহণ করেন। বেলা গড়াতে না গড়াতে সীতাকুন্ডবাসীর মিলনমেলা উৎসবে পরিণত হয়েছে। লেস্টারবাসীর পক্ষ থেকে অভ্যর্থনা জানিয়েছে যথাক্রমে জনাব আলমগীর, রাশেদ,রিপন,শাহ নুর,জামশেদ,জাহাঙ্গীর, মাসুদ সহ অনেকেই। অনাড়ম্বর আয়োজন ও প্রীতিভোজের মাধ্যমে উক্ত অনুষ্ঠান যেনো ইউকের বুকে একখণ্ড সীতাকুন্ডকে দেখিয়ে দিল বিশ্ববাসীকে। লেস্টারের ইতিহাসে সীতাকুন্ডবাসীর সর্ববৃহৎ এ মিলনমেলার স্পন্সর হিসেবে ছিলেন বাংলাদেশী বংশোদ্ভূত লন্ডনের বিশিষ্ঠ ব্যবসায়ী মহিউদ্দিন বহদ্দা চৌধুরীর ব্যবসা প্রতিষ্ঠান ‘Syston Autos Limited’ এবং বিশিষ্ট তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ ও ব্যবসায়ী মাসুম সামজাদের প্রতিষ্ঠান ‘Tulip Tech Limited‘। ব্যাপক উৎসাহ উদ্দীপনায় অনুষ্ঠিত দিনটির প্রতিটি মুহুর্ত ছিল সীতাকুন্ডবাসীর জন্য এক আনন্দঘন মুহুর্ত। উপস্থিত সীতাকুন্ডবাসীরা এই অনন্য আয়োজন এবং মিলনমেলা অনুষ্ঠানের জন্য সীতাকুন্ড সমিতি ইউকে’কে এবং অনুষ্ঠানের স্পন্সর প্রতিষ্ঠানের চেয়ারম্যান যথাক্রমে মহিউদ্দিন বহদ্দা চৌধুরী ও মাসুম সামজাদকে আন্তরিক ধন্যবাদ জানাই। এ প্রসঙ্গে জনাব মহিউদ্দিন বহদ্দা চৌধুরী জানান, “সীতাকুন্ডবাসীর সাথে মূলত ঈদ আনন্দ ভাগ করাই ছিল আমাদের এই প্রোগ্রামের উদ্যেশ্য। উক্ত আয়োজনের মাধ্যমে আমাদের এই ভ্রাতৃত্ববোধ সকলের জন্য অনুকরণীয় হয়ে থাকবে”।বিশিষ্ট তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ মাসুম সামজাদ বলেন, “আমরা উক্ত প্রোগ্রামের স্পন্সর হতে পেরে নিজেদের ভাগ্যবান মনে করছি। ভবিষ্যতেও ধারাবাহিকভাবে এভাবে সীতাকুন্ডবাসীর জন্য আনন্দ উৎসবে আমরা পাশে থাকবো।