খাগড়াছড়ির রামগড়ে পারিবারিক কলহের জের ধরে রহিমা বেগম (৫৯) নামে হতভাগ্য এক মাকে হত্যার অভিযোগে ঘাতক ছেলে মো. ইব্রাহিম (২৯) কে আটক করেছে থানা পুলিশ
শনিবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০ টার দিকে রামগড় পৌরসভার চৌধুরীপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত রহিমা বেগম স্থানীয় চৌধুরী পাড়ার মৃত আব্দুল জলিলের স্ত্রী
নিহতের মেজ ছেলে সাইফুল ইসলাম জানান, তার মায়ের সাথে বড় ভাই ইব্রাহিমের প্রায় সময় ঝগড়া হতো। শনিবার রাতেও বাহির থেকে এসে ঝগড়া শুরু করে। এসময় তার মা টয়লেট থেকে ঘরে ঢুকতে গেলে মাকে এলোপাতাড়ি মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সাইফুল তার মাকে হত্যাকারী বড় ভাইয়ের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রামগড় থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ইব্রাহিমকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তার মাকে হত্যার কথা স্বীকার করেছে। নিহতের লাশ উদ্ধার করে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।