যারা নিজেদের অ্যান্ড্রয়েড ফোনে গুরুত্বপূর্ণ কাজের তথ্য শেয়ারের জন্য হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন, তাদের জন্য রয়েছে দুঃসংবাদ। আগামী ১ ফেব্রুয়ারি থেকে বিভিন্ন অ্যান্ড্রয়েড ফোনে কাজ করবে না জনপ্রিয় এই সামাজিক যোগাযোগ মাধ্যমটি।
ম্প্রতি বিষয়টি নিয়ে ফেসবুক তাদের অফিসিয়াল ব্লগে জানায়, অ্যান্ড্রেয়েডের পুরোনো ২.৩.৭ ভার্সনে হোয়াটসঅ্যাপ কাজ করবে না। তাই যারা এই ভার্সনটি ব্যবহার করছেন, তাদের ক্ষেত্রে অ্যাপটি ব্যবহার করতে হলে নতুন ফোন কিনতে হবে।
এছাড়া রঙঝ ৭ এবং তার চেয়েও পুরোনো ভার্সনের অপারেটিং সিস্টেমের আইফোনে হোয়াটসঅ্যাপ চলবে না। তবে ফোনটির সফটওয়ার আপডেট করলে, সেক্ষেত্রে সামাজিক মাধ্যমটি ব্যবহার করা যাবে। যদি আপডেট করা না যায়, তাহলে ফোনটি বদলাতে হবে।
উইন্ডোজ ফোনে ইতোমধ্যে হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে গিয়েছে।
হোয়াটসঅ্যাপ চলবে না, এমন ফোনের মধ্যে রয়েছে সব মাইক্রোসফট লুমিয়া স্মার্টফোন, এইচপি এলিট স্মার্টফোন, ২০১০ সালের আগে বাজারে আসা সব ধরনের অ্যান্ড্রয়েড ফোন। অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে রয়েছে গুগল নেক্সাস ওয়ান, স্যামসাং এপিক ফোরজি, মটোরোলা ড্রয়েড এক্স।