যুগান্তকারী আবিষ্কার: এক থেরাপিতেই সারবে সব ক্যান্সার

টি-সেলের মাধ্যমে এক থেরাপির মাধ্যমে সব ধরনের ক্যান্সার সারানোর চিকিৎসা পদ্ধতি আবিষ্কারের দাবি করেছেন কার্ডিফ ইউনিভার্সিটির একদল গবেষক। এ ঘটনাকে ‘সর্বজনীন’ ও ‘যুগান্তকারী’ ক্যান্সার থেরাপি হিসেবে বিবেচনা করা হচ্ছে।

ক্যান্সারের এখন পর্যন্ত যে প্রচলিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে, তাতে বহুল পরিচিত ‘CAR-T’, যা একেকজন রোগীর জন্য একেকরকম হয়ে থাকে। এটি খুব অল্প পরিসরে ক্যান্সারের জন্য কাজ করে এবং শক্ত টিউমারের ক্ষেত্রে ভালো কাজ করতে পারে না।

বিজ্ঞানীরা বলছেন, নতুন টি-সেল রিকপটার বা টিসিআর ঘরানার টি-সেল পদ্ধতি খুঁজে পেয়েছেন তারা। এ পদ্ধতিতে শরীরের সুস্থ সেল বা কোষ এড়িয়ে প্রায় সব ধরনের ক্যান্সার সারানো যাবে। টি-সেল থেরাপি পদ্ধতিতে ক্যান্সার আক্রান্ত ইমিউন সেল দূর করা কিংবা সংশোধন করা হয়। সেটি রোগীর রক্তে মিশে ক্যান্সারের সেলকে ধ্বংস করে।

এ আবিষ্কারকে ‘খুবই অস্বাভাবিক’ মন্তব্য করে গবেষণা দলের প্রধান প্রফেসর অ্যান্ড্রু সিওয়েল বলেন, ‘বিষয়টি অস্বাভাবিক লাগলেও আমরা সফল হয়েছি। আশা করছি, নতুন টিসিআর প্রত্যেক মানুষের ক্যান্সার সারাতে সক্ষম হবে। এখনকার টিসিআর-ভিত্তিক থেরাপিগুলো অল্প পরিসরে কাজ করছে।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top