মোটর সাইকেল চুরির সময় চোর আটক।
সীতাকুণ্ড বার্তা নিজস্ব প্রতিনিধি।
চট্টগ্রাম শহরে মটর সাইকেল চুরির একটি গ্যাং এখনো খুব সক্রিয়। সুযোগ পেলেই বিভিন্ন ফন্দিতে তারা মোটর সাইকেল চুরির কৌশল অবলম্বন করে । অনেক সময় দেখা যায় রাস্তার মাঝখানে নীরব স্থানে সুতা বেঁধে চালক কে ঘায়েল করে । সেই প্রেক্ষাপটে
সীতাকুণ্ডের ভাটিয়ারী যমুনা ব্যাংকের সামনে থেকে আজ ১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুর ১ টার দিকে তালা ভেঙ্গে মোটর সাইকেল চুরি করার সময় মোটর সাইকেল চোর চক্রের এক সদস্যকে আটক করেছে জনতা। ব্যাংকের সামনে স্থানীয় ছেলে রোকন উদ্দিন মোটর সাইকেল রেখে গেলে বিকল্প চাবি দিয়ে বরিশাল জেলার বড়নদী থানার তরকির চর গ্রামের আক্কেল আলীর পুত্র মিরাজ চুরি করার সময় ধরা পড়ে সে।
ইউপি চেয়ারম্যান ফৌজদার হাট পুলিশ ফাঁড়ি কে খবর দিলে এস আই জাহাঙ্গীর তাকে আটক করে নিয়ে যায়।
জানা যায়, চোর চক্রের এই সদস্য মোটর সাইকেল চুরির সময় তাকে আটক করে জনতা । এলাকাবাসী জানান , এই চক্রের মূল হোতাদের যদি আটক করা না হয় , তাহলে মোটর সাইকেলে নয় ব্যক্তির প্রাণ ও যেতে পারে ।তাই এই চোর চক্রের হোতাদের গ্রেফতারের দাবি জানান তারা ।