মুজিব বর্ষ উপলক্ষে বেকার যুবকদের ইলেকট্রিক প্রশিক্ষণ : চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি ৩
সীতাকুণ্ড প্রতিনিধি
উত্তর চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার শিবপুর পল্লী বিদ্যুৎ সমিতি মুজিব বর্ষ উপলক্ষে যুবকদের জন্য রেগুলার ইলেকট্রিক প্রশিক্ষণের বাস্তবায়ন করা হয়েছে ।
আজ 16 মার্চ সোমবার পল্লী বিদ্যুৎ রেগুলার প্রশিক্ষণের দ্বিতীয় ধাপ শুরু হতে যাচ্ছে। দীর্ঘ ২ মাসের এই প্রশিক্ষণ যুবকদের উন্নত ও দক্ষ হিসেবে গড়ে তোলা হবে। বর্তমানে চাকরির ক্ষেত্রে যুবকদের অভিঞ্জতা না থাকায় কোন চাকরী পাচ্ছে না ।
সেই ধারাবাহিকতায় , মুজিব বর্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলায় বেকার যূবকের কর্ম ,স্পৃহা ,মেধা , ও মননশীলতার বিকাশ ঘটানোর জন্য এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। চাকুরী ক্ষেত্রে প্রশিক্ষণের বিকল্প নেই ।তাই যুবকদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নেওয়া প্রয়োজন।
এই প্রশিক্ষণ বিষয়ে প্রশিক্ষণার্থী মোশাররফ হোসেন বলেন, বর্তমান দক্ষতা ছাড়া অভিঞ্জতা ছাড়া কোন চাকরী পাওয়া দায় ।সেই সুবাদে পল্লী বিদ্যুতের এই উদ্যোগের বিকল্প নেই। তাছাড়া রেগুলার ইলেকট্রিক প্রশিক্ষণের শেষে একটি সনদ দেবে সেই সনদ চাকরি ক্ষেত্রে আমাদের সুবিধা দেবে ।
এই প্রশিক্ষণ বিষয়ে প্রশিক্ষণার্থীরা বলেন , যুবকদের কর্মমুখী হিসেবে গড়ে তুলতে এই প্রশিক্ষণের বিকল্প নাই ।
চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি ৩ শিবপুর শাখার এই উদ্যোগের প্রশংসা করেন তারা।